Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Responsible Project, Light House, Bogura

বগুড়া জেলার কাহালু উপজেলার  অধিকার বঞ্চিত জনগণের  প্রকল্পের অন্তর্ভূক্ত জন-প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করণ কার্যক্রম ও পারচুয়েশন মিটিং অনুষ্ঠিত হয়। কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে লাইট হাউস রেসপন্সিবল প্রকল্পের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। লাইট হাউস রেসপন্সিবল প্রকল্প কাহালু উপজেলা কমিটির সভাপতি আ ন ম জালাল উদ্দিন এর সভাপতিত্বে উক্ত পারচুয়েশন মিটিং অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোশারফ হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল। এছাড়া লাইট হাউসের পক্ষে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার জলিমন নেসা, পিএফ সাইদা বেগম, পিএফ হোসনে মোহল রশিদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও অন্যান্যরা ।সভায় উপস্থিত অতিথিরা তাদের কর্মস্থল থেকে প্রদানকৃত সেবা এবং লাইট হাউসের কার্যক্রম সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।